জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১৩ মাচ পর্যন্ত জামিন দিয়েছে আদালত। সোমবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান বেগম জিয়ার এ জামিন মঞ্জুর করেন।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আসামি বেগম খালেদা জিয়া ইতিমধ্যে দ- প্রাপ্ত হয়ে কারাগারে আছেন। তাই তাঁকে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে হাজির করার জন্য হাজিরা পরোয়ানা জারির আবেদন করেছিলাম। তারই প্রেক্ষিতে আজ বেগম জিয়াতে ১৩ মার্চ পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন আদালত।’
এ প্রসঙ্গে খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজাক খান জানান, ‘গতকাল রোববার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছিলাম। ওই মামলায় বেগম জিয়ার জামিন শুনানি স্থগিত রেখেছিলেন। আর আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে ১৩ মার্চ পর্যন্ত জামিন দিয়েছেন আদালত।’
রেজাক খান জানান, ‘চ্যারিটেবল ট্রাস্ট মালায় খালেদা জিয়া শুরু থেকেই জামিনে আছেন। তার জামিন বর্ধিত করার জন্য আদালতের কাছে আমরা আবারও আবেদন করব।’
প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদকের যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছিলো গতকাল।
আজকের বাজার : এমআর/আরএম/ ২৬ফেব্রুয়ারি ২০১৮