বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ স্থগিতের আবেদন করেছেন।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল এ আবেদন করেন।
পাশাপাশি তার অনুপস্থিতিতে বিচারকাজ কেন অবৈধ ঘোষণা করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্টে রুলও চাওয়া হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারকাজ স্থগিতের আবেদন জানানো হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর বিশেষ আদালত-৫ এর বিচারক পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত আদালতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে এ মামলার বিচারকাজ চালিয়ে যাওয়ার আদেশ দেন।
১৩ সেপ্টেম্বর দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের করা এক আবেদনের প্রেক্ষিতে বিচারক আখতারুজ্জামান ওই আদেশ দেন।
এর আগে গত ৪ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় খালেদা জিয়ার বিচারকাজ পুরোনো কেন্দ্রীয় কারাগারে পরিচালনার জন্য নোটিশ জারি করে।
২০১১ সালে তেজগাঁও থানায় খালেদা জিয়া এবং আরো তিনজনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে দুদক।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন বিএনপি প্রধান।
আজকের বাজার/এমএইচ