কঠোর পরিশ্রম, অধ্যবসায়, ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে সেনাবাহিনীর ইএমই কোরকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
আজ বুধুবার সকালে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই কোরের ৫ম পুনর্মিলনীতে যোগ দিয়ে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।
সেনাবাহিনীর সকল সরঞ্জাম, সমরাস্ত্র রক্ষণাবেক্ষণ ও যুদ্ধ উপযোগী রাখার দায়িত্ব বর্তায় বিশেষায়িত প্রকৌশল কোর ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স বা ইএমই কোরের কাঁধে। দেশ স্বাধীনের পর ১৯৭৭ বঙ্গবন্ধুর নির্দেশে সেনাবাহিনীর সেবা কোর হিসেবে ইএমই-এর সূচনা।
ইএমই কোরের ৫ম পুনর্মিলনী ও নতুন কর্নেল কমান্ড্যান্ট এর অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আজ বুধবার সৈয়দপুর সেনানিবাসে আসেন সশস্ত্র বাহিনী প্রধান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
খোলা জিপে ৫ম কোর পুণর্মিলনীর প্যারেড পরিদর্শন করেন আব্দুল হামিদ। অভিবাদন নেন, প্যারেড সদস্যদের। এ সময় বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, আধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম রক্ষণাবেক্ষণে চ্যালেঞ্জ মোকাবিলায় পারদর্শী হতে হবে প্রকৌশল কোরকে।
ইএমই কোরকে নিজেদের অগ্রযাত্রা বজায় রেখে বাহিনীর উৎকর্ষ বাড়ানোর পাশাপাশি শৃঙ্খলা মেনে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। জঙ্গিবাদ মোকাবিলাতেও সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি।
এস/