ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তীশগড়ে ১৫ নকশাল বিদ্রোহী আত্মসমর্পণ করেছে। সোমবার পুলিশ একথা জানায়।
রাজ্যের সুকমা জেলার পুলিশ ও আধা সামরিক বাহিনীর কাছে সাপ্তাহিক ছুটির দিনে এই ১৫ বিদ্রোহী তাদের অস্ত্র তুলে দেন।
তাদের প্রায় সকলকেই ধরিয়ে দিতে নগদ পুরস্কারের ঘোষণা ছিল। তাদের মধ্যে কয়েকজন দুর্ধর্ষ বিদ্রোহী রয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, ‘আমাদের পলিসি অনুযায়ী আত্মসমর্পণকারীদের সমাজের মূলধারায় পুনর্বাসন করা হবে।’
উল্লেখ্য, ভারতীয় রাজ্যগুলোর মধ্যে ছত্তীশগড়ে প্রায়ই নকশালপন্থীরা সহিংসতা চালায়।
১৯৬০’র দশক থেকে পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবাংলায় নকশাল বিদ্রোহীদের তৎপরতা শুরু হয়। তথ্য-বাসস।
আজকের বাজার/এমএইচ