নিজের ছবি মুক্তি ও তার প্রচারণার লক্ষে ঢাকায় আসছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক দেব। তার অভিনীত ‘‘ককপিট” ছবিটি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ৮ ডিসেম্বর (শুক্রবার)। এর তিনদিন আগেই ছবির প্রচারণা ও সংবাদ সম্মেলনে অংশ নিতে ৫ ডিসেম্বর (মঙ্গলবার) ঢাকা আসবেন তিনি। সাফটা চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশে মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া। আর এই ছবির বিপরীতে কলকাতায় মুক্তি পাবে জাজ মাল্টিমিডিয়ারই ছবি‘‘ধ্যাততেরিকি”। জাজের কর্ণধার আবদুল আজিজ তার ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্টের মাধ্যমে বিষয়গুলো নিশ্চিত করেছেন।
এই ভিডিওতে আবদুল আজিজের পাশাপাশি দেবও বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেন। দেব প্রযোজিত ও অভিনীত এই ছবি পূজা উপলক্ষে গত ২২ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পায়। দেব ছাড়াও ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কোয়েল মল্লিক, রুক্সিণী, বাংলাদেশের রোশান, ফারিন প্রমুখ।
আজকের বাজার: সালি / ৩০ নভেম্বর ২০১৭