লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ আলমসহ ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ মে) বিকেলে উপজেলার খাসের হাটের এক দোকান থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, আদালত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জামিন বহাল রাখায় রায়পুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে
এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি সফল করতে ছাত্রদল নেতাকর্মীরা খাসেরহাট বাজারে জড়ো হয়। খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ঘেরাও করে থানায় খবর দেয়। পরে পুলিশে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৭ নেতাকর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
লক্ষ্মীপুরের রায়পুরে হাজীমারা পুলিশ ফাঁড়ির আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না খোঁজ-খবর নেয়া হচ্ছে।
আজকের বাজার/আরআইএস