কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৯ জুন) বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর কুষ্টিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়।
নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৩টি ককটেল উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার এস এম মেহেদি হাসান জানান, বিএনপি নেতা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর বাসায় নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
‘এ সময় কুষ্টিয়া জেলা ছাত্রদলের মাহফুজুর রহমান মিথুন, সাধারণ সম্পাদক এস আর শিপন, সাংগঠনিক সম্পাদকসহ ৩৪ নেতাকর্মীকে ২৩টি ককটেলসহ আটক করা হয়’, যোগ করেন পুলিশ সুপার।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ছাত্রদল নেতাকর্মীরা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর বাড়িতে সৌজন্য সাক্ষাত করতে গেলে পুলিশ তাদেরকে আটক করে।’
আরজেড/মতিন