ছাত্রদল নেতা ইসহাককে তুলে নেওয়ার অভিযোগ

জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে ডিবি পরিচয়ে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

রোববার (৮ জুলাই) রাত সোয়া ১১ টার দিকে নিকুঞ্জ থেকে ডিবি পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ছাত্রদলের সহ-সভাপতি রহমত উল্লাহ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইসহাকের আটকের বিষয়টি নিয়ে বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে ডিবি পুলিশ একটি মাইক্রোবাসে তুলে নিয়ে কুড়িল ফ্লাইওভার দিয়ে পূর্বাচলের দিকে রওনা দিয়েছে। অবিলম্বে ইসহাককে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানিয়েছেন তিনি।

আরএম/