ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনকে আমরা স্যালুট জানায় বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শনিবার (৪ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর চলমান ছাত্র আন্দোলনসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, একটি গোষ্ঠী ছাত্রদের ন্যায্য দাবিকে ভিন্নখাতের প্রবাহিত করার চেষ্টা করছে।
তিনি বলেন, পুলিশ সারারাত ডিউটি করে বলেই আপনারা নিরাপদে ঘুমাতে পারছেন। অন্য চাকরিতে ডিউটি ঘণ্টা থাকলেও পুলিশের নির্দিষ্ট কোনো ডিউটি ঘণ্টা নেই। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের সেবায় দিনরাত কাজ করছে।
এসময় তিনি আগামীকাল রোববার থেকে ট্রাফিক সপ্তাহ ঘোষণা করেন। ট্রাফিক সপ্তাহে কেউ লাইসেন্সবিহীন যানবাহন চালালে বা ট্রাফিক আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজকের বাজার/একেএ