নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে, যেকোন অনিয়ম-দুর্নীতি দূর করতে হবে।
আজ বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, 'বিআইডব্লিউটিসি’র কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী হতে হবে। সংস্থাটির সকল কার্যক্রমে ব্যয় সংকোচন এবং স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালন করতে হবে।
এ সময় বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান অতিরিক্ত সচিব ড. কে এম মতিউর রহমান বিআইডব্লিউটিসি’র সার্বিক কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক উপস্থাপনা করেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বনিক, বিআইডব্লিউটিসির পরিচালক ও মহাব্যবস্থাপকবৃন্দ, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও ইউনিট প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন। (বাসস)