আজকের বাজার ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইন্সটিটিউটের শিার্থীদের বানানো সব ভাস্কর্য ওল্টানোর ঘটনায় সাত ছাত্র জড়িত বলে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী চারুকলা ইন্সটিটিউটে এসে দেখতে পান যে, শিার্থীদের বানানো কয়েকশো ভাস্কর্য, যেগুলো কাসরুমের পাশেই খোলা জায়গায় রাখা ছিল, সেগুলো উপড়ে এলোপাথাড়িভাবে মাটিতে ছড়ানো ছিটানো অবস্থায় ফেলে রাখা হয়েছে। এরপর তাৎক্ষণিক বৈঠকে বসে কর্তৃপক্ষ।
বৈঠক শেষে চারুকলা ইন্সটিটিউটের সিরামিক অ্যান্ড স্কালপচার বিভাগের চেয়ারম্যান মোস্তফা শরীফ আনোয়ার জানান, অ্যাকাডেমিক বিভিন্ন বিষয়ে ক্ষোভ থেকে চারুকলার সাতজন শিার্থী এ কাজ করেছেন বলে কর্তৃপক্ষ জানতে পেরেছেন। কাশ, প্রদর্শনী এবং নিজেদের কাজ সংরণের জন্য পর্যাপ্ত জায়গা নেই–এমন বেশ কিছু অভিযোগ শিার্থীদের আছে। কিন্তু সেজন্য ভাস্কর্য নষ্ট করে তারা ঠিক কাজ করেনি। কারণ তারা যেসব ভাস্কর্য নষ্ট করেছে, তার সবগুলো তাদের নিজেদের সৃষ্টিকর্ম নয়। ওগুলোর মধ্যে পুরনো শিার্থীদেরও অনেক কাজ আছে।
এ ঘটনায় ঐ সাতজন শিার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপরে কাছে লিখেছেন বলেও জানান তিনি।
আজকের বাজার রিপোর্ট: আরআর/১৮.০৪.২০১৭