জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগ নেতা ও মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হওয়া ৫ ছাত্রের বিরুদ্ধে।
রোববার (১৫ জুলাই) ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর ধর্ষণের হুমকিদাতাদের শাস্তি ও অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানিয়ে অভিযোগ পত্র জমা দিয়েছেন।
অভিযুক্তরা হলেন- হামজা রহমান অন্তর (নাটক ও নাট্যতত্ত্ব-৪১)। সে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। তার সহযোগীরা হলো- ইশকাত হারুন আকিব (বাংলা-৪৬), জাহিদ হাসান ইমন (আইআইটি-৪৬, রিপিটার), মাসুদ রানা (মাইক্রোবায়োলজি-৩৯) এবং রনি ভৌমিক (ফেসবুক অনুসারে, তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি)। তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জাড়িত।
অভিযোগপত্রে বলা হয়, 'আমি কোটা সংস্কার আন্দোলনের পক্ষে থাকার কারণে একটি চক্র সংঘবদ্ধভাবে আমার চরিত্র হরণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের হুমকি দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তারা আমার পরিবার নিয়েও আপত্তিকর মন্তব্য করে যাচ্ছে।'
তিনি আরও উল্লেখ করেন, 'এই চক্রটি আমাকে প্রস্টিটিউট বানানোর জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী বারবার উস্কানি দিয়ে যাচ্ছে এবং বাজে মন্তব্য রটাচ্ছে।'
হুমকির শিকার ওই ছাত্রী নিজের সম্ভ্রম ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে অভিযুক্তদের বহিষ্কার ও ক্যাম্পাস থেকে বিতাড়নের দাবি জানিয়েছেন।
এ বিষয়য়ে অভিযুক্ত হামজা রহমান অন্তর বলেন, 'এ সব আমার বিরুদ্ধে মিথ্যাচার। আমি কাউকে ধর্ষণের হুমকি দিইনি।'
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস. এম. আবু সুফিয়ান চঞ্চল বলেন, 'আমি বিষয়টি জেনেছি। উভয় পক্ষের সাথে আলাপ করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার জুলকারনাইন বলেন, 'অভিযোগ পেয়েছি। আমরা ইতিমধ্যেই তদন্তের কাজ শুরু করেছি।'
উল্লেখ্য, এর আগেও এক ছাত্রীকে হয়রানীর অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন হামজা রহমান অন্তরকে ৩ মাসের জন্য বহিষ্কার করে।
নাঈম/রাসেল/