ছাত্রলীগের কমিটি ভাঙার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তবে ছাত্রলীগের বিচ্ছিন্ন কিছু ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষোভ থাকতে পারে।
তিনি বলেন, ‘গতকাল গণভবনে সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা ছিল। কথার প্রসঙ্গে অনেক কথা হতে পারে। কিছু কিছু ব্যাপারে ক্ষোভ থাকতেই পারে। ছাত্রলীগের বিচ্ছিন্ন কিছু ব্যাপার আছে তাতে প্রধানমন্ত্রীর উদ্বেগ থাকতেই পারে। সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।’
ছাত্রলীগের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী বিদ্যমান ‘কমিটি ভেঙ্গে’ দিতে বলেছেন বলে গণমাধ্যমের সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদেরের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
রাষ্ট্রদূতের সাথে আলোচনার বিষয় জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, রোহিঙ্গা বিষয়ে আলোচনা হয়েছে। তারা শুরু থেকেই আমাদের সাথে আছেন বলেছেন। তারাও চাচ্ছেন রোহিঙ্গারা যাতে তাদের নাগরিকত্ব ফিরে পাক এবং তাদের দেশে ফিরে যাক।
‘আরেক বিষয় আলোচনায় আসছে, কিছু এনজিও যারা রোহিঙ্গাদের বিভিন্নভাবে উসকিয়ে দিচ্ছে। সে এনজিওগুলোকে আমরা কিভাবে শনাক্ত করছি সেটা নিয়ে আলোচনা করেছি,’ যোগ করেন তিনি।
কূটনীতিকদের সাথে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বিএনপি ও ঐক্যফ্রন্টের বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগের মুখপাত্র বলেন, এটা বিদেশিদের নিয়মিত কাজ। বিএনপিকে এখন আন্দোলন করতে কোনো বাধা দেয়া হচ্ছে না। তারা তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। কোথাও কোনো বাধা ছিল না। প্রধানমন্ত্রীও বলে দিয়েছেন যাতে বিএনপির কোনো অনুষ্ঠানে বাধা দেয়া না হয়। রাজনৈতিক ও প্রশাসনিক কোনোভাবেই তাদের বাধা দেয়া হচ্ছে না।
আজকের বাজার/এমএইচ