‘ছাত্রলীগের নেতৃত্বে আসবে মেধাবী, সাহসী ও ত্যাগীরা’

ছাত্রলীগের নেতৃত্বে আসবেন মেধাবী, সাহসী ও ত্যাগী নেতারা। বাংলার ঐতিহ্যবাহী এ সংগঠনকে অভিযুক্তদের হাতে তুলে দেওয়া হবেনা বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ

বুধবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশরত্ম শেখ হাসিনার ভ্যানগার্ড ছাত্রলীগের কর্মকাণ্ডকে বিতর্কিত করতেই কিছু মানুষসংগঠনটি নিয়ে নেতিবাচক প্রচারণা চালায়। ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশরত্ম শেখ হাসিনা। তার নিদের্শেই ছাত্রলীগ পরিচালিত হয়।

সোহাগ বলেন,  দেশরত্ম শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আগামীর নেতৃত্ব তৈরি হবে। এই নেতৃত্বই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সক্রিয় ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আগামী ১১ মে বিকেল ৩টায় সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ সহাসিনা। পরদিন ১২ মে ছাত্রলীগের নতুন নেতাদের নাম ঘোষণা করা হবে।

রাসেল/