বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা আওয়ামী-লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দীপংকর তালুকদার এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা আওয়ামী-লীগের সাবেক প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, জেলা কৃষকলীগের সভাপতি মোঃ জাহিদ আকতার, সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সহ-সভাপতি আশিষ কুমার চাকমা নব, জেলা মৎস্যজীবী-লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা যুব মহিলা-লীগের সভাপতি রোকেয়া আকতার, সাধারণ সম্পাদক লেখিকা চাকমা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহ এমরান রোকন, সাবেক সাধারণসম্পাদক মোঃ সাইফুল আলম সাইদুল প্রমূখ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অতিথিরা কেকে কাটেন। আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া জেলার ১০টি উপজেলায় ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান