ছাত্রলীগের প্রতি ড. মুহম্মদ জাফর ইকবালের পরামর্শ

ছাত্রলীগকে ভুল সিদ্ধান্তে না জড়ানোর আহ্বান জানিয়েছেন বিশিষ্ট সাহিত্যিক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। আজ বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে সাংবাদিকদের সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাফর ইকবাল বলেন, সাম্প্রতিক ইস্যুগুলোতে ছাত্রলীগ বরাবরই বিপরীতমুখী আচরণ করে সরকারকে বিপদে ফেলার চেষ্টা করেছে।

তিনি বলেন, যখন সরকার কোনো কিছুর সম্মুখীন হয়, তখন সরকারের পুলিশ বাহিনীর সঙ্গে ছাত্রলীগও এসে পড়ে।

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ছাত্রলীগ যারা করে তারাও তো ছাত্র, তারা পড়াশোনা করবে। তারা তাদের শিক্ষার্থীর পরিচয় ভুলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বেশ কয়েকবার। আমি বলব, অন্তত এবার তারা যেন কোনো ভুল না করে এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যেন কোনো সংঘাত সৃষ্টি না হয়।

তিনি বলেন, তরুণ প্রজন্মের ওপর আমার আস্থা রয়েছে। ‘৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত সব গুরুত্বপূর্ণ আন্দোলনে তরুণরা নেতৃত্ব দিয়েছে। আমি আশা করব তারা যেন সঠিক সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, ৫৬ শতাংশ কোটা যে হিসাবে অনেক বেশি। একসময় হয়তো এটির প্রয়োজন ছিল। তবে তা এখন একটা সঙ্গত সংখ্যায় নামিয়ে আনা দরকার।

এস/