ছাত্রলীগের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে ন্যায় বিচারের দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ভুক্তভোগী শিক্ষার্থী। মো. মুকিম চৌধুরী নামে ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বুধবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন। প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কর্মী সন্দেহ মঙ্গলবার রাতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুকিম চৌধুরীসহ চার শিক্ষার্থীকে ব্যাপক মারধর করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা।
মারধরের শিকার অন্য তিন শিক্ষার্থী হলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের সানোয়ার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃকি বিভাগের দ্বিতীয় বর্ষের মিনহাজ উদ্দিন এবং আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসার উদ্দিন। এদিকে এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে ক্যাম্পাসের বিক্ষোভ করেছে ক্যাম্পাস ভিত্তিক ১২টি ছাত্র সংগঠনের জোট সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান