আন্তর্জাতিক বার্তা সংস্থা এসোসিয়েট প্রেসের (এপি) ফটোসাংবাদিক সহ ছয় সাংবাদিকের ওপর হামলা হয়েছে।
রোববার (৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ছবি সংগ্রহ করতে গেলে তাদের ওপর বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
হামলায় আহত ফটোসাংবাদিকরা হলেন, আন্তর্জাতিক বার্তা সংস্থা এসোসিয়েট প্রেসের (এপির) এএম আহাদ, দৈনিক জনকণ্ঠের জাওয়াদ, দৈনিক বণিক বার্তার পলাশ, যুক্তরাষ্ট্র ভিত্তিক জুমা প্রেসের রিমন, ফ্রিল্যান্সার রাহাত এবং পাঠশালা দক্ষিণ এশীয় মিডিয়া ইনস্টিটিউটের ফটোগ্রাফি শিক্ষার্থী এনামুল হাসান। খবর ইউএনবি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউএনবি প্রতিবেদনে বলা হয়, রোববার বিকালে রাজধানীর ধানমণ্ডির জিগাতলায় কর্তব্যরত অবস্থায় আক্রমণের শিকার হন এপির সাংবাদিক আহাদ। তাকে লাঠিসোটা দিয়ে বেধড়ক পেটানো হয়। তার মোবাইল ফোন এবং ক্যামেরা ভেঙে ফেলে হামলাকারীরা।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানান, সাংবাদিকের মাথায় গুরুতর আঘাত লেগেছে। কয়েকটি সেলাই লেগেছে।
এছাড়া রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ছবি তোলার সময় ‘ছাত্রলীগের’ হামলায় আরো পাঁচ ফটোসাংবাদিক আহত হন।
ভিডিও: https://youtu.be/8FQw0aUscA8