আগামী ১১ ও ১২ মে বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ছাত্রলীগের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় সম্মেলনের আগে ২৪ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ, ২৬ এপ্রিল ঢাকা মহানগর উত্তর এবং ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনও অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়েছে।
আজকের বাজার/আরজেড