ভোট জালিয়াতির অভিযোগ এনে ছাত্রলীগ ছাড়া অন্যসব প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বাম জোট, কোটা সংস্কার আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল এ বয়কটের ঘোষণা দেয়।
তারা পুনরায় নির্বাচনের দাবিতে মঙ্গলবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচির ডাক দিয়েছেন।
এদিকে বাংলাদেশ ছাত্রদলের প্যানেল আলাদাভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ নির্বাচন বয়কটের ঘোষণা দেয়।
প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও রোকেয়া হলসহ কয়েকটি ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠে।
সূত্র - ইউএনবি