ছাত্রলীগ নেতার কাঠের গুঁড়ি চুরি: বহিষ্কারাদেশ প্রত্যাহারে ৫৭ নেতাকর্মীর পদত্যাগ

কাঠের গুঁড়ি চুরির অভিযোগেবহিষ্কৃত রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান নাঈমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দলের ৫৭ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। নাঈমুল ইসলাম নাঈম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বুধবার রাতে এসব নেতা নিজ নিজ পদত্যাগপত্র রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দেন। ছাত্রলীগ নেতাকর্মীরা পদত্যাগপত্রে উল্লেখ করেন, গত ৩ এপ্রিল রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈমুল হাসান নাঈমকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করতে হবে। তবেই তারা ছাত্রলীগের রাজনীতিতে থাকবেন। না হলে তারা ছাত্রলীগের রাজনীতি পরিত্যাগ করবেন।

রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব রাজশাহী কলেজ শাখার ৫৭ নেতাকর্মীর পদত্যাগপত্র পাওয়ার কথা স্বীকার করেছেন।

উল্লেখ, রাজশাহী কলেজ ক্যাম্পাস থেকে কাঠের গুঁড়ি চুরির অভিযোগে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈমুল হাসান নাঈমসহ চার ছাত্রলীগ নেতাকর্মীকে দল ও পদ থেকে বহিষ্কার করে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ।

বহিষ্কৃত সাধারণ সম্পাদক নাঈমুল হাসান নাঈম বলেন, নেতাকর্মীরা একযোগে পদত্যাগপত্র দিয়েছেন। তাদের ন্যায্য দাবি মেনে নিতে অনুরোধ করেছি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে।

আজকেরবাজার/আইএম/এস