কুষ্টিয়ায় জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ মে) রাতে সদর উপজেলার ফারাজি পাড়ায় নিজবাড়ি থেকে তার উদ্ধার করা হয়।
পরে স্থানীয়দের সহায়তায় নাজমুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা বলেন, রাতে সেহরির সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে নাজমুলের মাথায় গুলি করে পালিয়ে যান। গুলির শব্দ শুনে তার স্ত্রী ছুটে এসে, নাজমুলকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য নাজমুলের স্ত্রী উর্মিকে আটক করে নিয়ে যায় পুলিশ।
আজকের বাজার/আরআইএস