লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আবু বক্কর সিদিক নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ১৮ আগস্ট রাত ৮টার দিকে পৌর শহরের পূবলাছ এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলা চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার রহিম মিয়ার বখাটে ছেলে।
স্থানীয়রা জানায়, রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আসা-যাওয়ার সময় অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাক বখাটে সিদ্দিক। শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে শহরের পূবলাছ এলাকায় পৌঁছলে বখাটে সিদ্দিন তার কয়েকজন বন্ধুকে নিয়ে রাস্তা থেকে ওই ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ঐ ছাত্রী চিৎকার শুরু করে। তখন স্থানীয়রা এসে বখাটে সিদ্দিককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর জানান, শনিবার দুপুরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করা হবে।
আজকের বাজার: আরআর/ ১৯ আগস্ট ২০১৭