চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. রাকিব হোসেন ভূঁইয়া নামের এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়।
অভিযুক্ত রাকিব হোসেন উপজেলার নাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির সহকারী শিক্ষক।
সোমবার, ৩০ এপ্রিল সকালে ব্রাক্ষণপাড়া ওসি এসএএম শাহজাহান কবির বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ওই শিক্ষক ছাত্রীকে কথা আছে বলে নিজের রুমে ডেকে নিয়ে যায়। এ সময় স্কুলের একটি খালি কক্ষে ছাত্রীকে নিয়ে দরজা বন্ধ করে দেয় শিক্ষক। পরে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। কিছুক্ষণ পর ছাত্রীর চিৎকারে পালিয়ে যায় শিক্ষক। বিষয়টি জানতে পেরে ছাত্রীর মা থানায় জিডি করেন। এরপর ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএএম শাহজাহান কবির জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
রাসেল/