কোটা সংস্কার আন্দোলনের নেতাদের ওপর হামলার প্রতিবাদে টিএসসিতে অবস্থান নিতে ছাত্রলীগ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে সাধারণ ছাত্রীরা।
বৃহস্পতিবার(৫ জুলাই) সকাল ১০টার দিকে ছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মানববন্ধন করার কথা থাকলেও বাধা দেওয়ায় মানববন্ধন করতে পারেনি ছাত্রীরা।
এদিকে আন্দোলনের নামে ক্যাম্পাসে অস্থিতিশীলতার প্রতিবাদে বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে ছাত্রলীগ রাজু ভাস্কর্যে মানববন্ধন করছে।
আরজেড/