ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে ছাত্রীদের বের করে দেয়া হয়নি বরং মঙ্গলের কথা চিন্তা করে ৩ শিক্ষার্থীকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে মাত্র। এই ছাত্রীরা ফেসবুকের মাধ্যমে উস্কানিমূলক তথ্য প্রচার করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করেছিলো বলে হলের শৃঙ্খলা রক্ষায় তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এমন মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে এ সব কথা বলেন তিনি।
উপাচার্য জানান, সব অভিভাবকদের বিকেলেই ই ডাকা হয়েছিলো। কিন্তু তারা আসতে দেরি করেছেন বলে হস্তান্তরে একটু রাত হয়ে গেছে। অভিযোগ করেন যে, সাধারণ এই ঘটনা নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে কবি সুফিয়া কামাল হলেন প্রভোস্ট অধ্যাপক ড. সাবিতা রেজওয়ানা রহমান হলের বেশ কয়েকজন ছাত্রীকে থেকে বের করে দেয়। এ সময় ছাত্রীদের মোবাইল ফোনও চেক করেন তিনি।
এক অভিভাবক বলেন, সন্তান কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়ায় তাদের ডেকে পাঠানো হয়েছে।
রাসেল/