ছাত্রী অপহরণ চেষ্টাকারীর শাস্তি চেয়ে কুবিতে মানববন্ধন

বহিরাগত দুই বখাটে যুবক কর্তৃক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণের চেষ্টার প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২২ জুলাই) দুপুরে ক্যাম্পাসের কাঁঠাল তলায় কর্মসূচিটি পালিত হয়। এ সময় শিক্ষার্থীরা ওই বখাটের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তা চায়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আজ ক্যাম্পাসের মধ্যেই শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা এতই দুর্বল যে বখাটেরা ক্যাম্পাসের ভিতরে এসে একজন ছাত্রীকে তুলে নিতে চেষ্টা করতে পারে। যা পুরো ক্যাম্পাসের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলো আবু সালেহ জুয়েল নামের এক বখাটে। এছাড়া ভয় ভীতি, হুমকি ধামকি দিয়ে আসছিলো। এর পরিপ্রেক্ষিতে থানায় একটি জিডিও করে ওই ছাত্রীর পরিবার। তারপরও তাকে তুলে নেওয়ার হুমকি দিতে থাকে বখাটে জুয়েল।

সর্বশেষ গত ১৮ই জুলাই রাতে ওই ছাত্রীর মোবাইলে কল দিয়ে ভয়ভীতি এবং অপহরণের হুমকি দেয় জুয়েল। পরদিন বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে জুয়েল ও তার সহযোগী রেজাউল করিম মূল ফটকের সামনে থেকে ওই ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করে । এই সময় ছাত্রীর বন্ধুসহ উপস্থিত শিক্ষার্থীরা ধাওয়া দিলে জুয়েল পালিয়ে যায়। তবে শিক্ষার্থীরা সহযোগী রেজাউল করিমকে ধরে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করে। প্রক্টরিয়াল বডি পরে তাকে পুলিশের কাছে দিয়ে দেয়।

এদিকে রোববার (২২ জুলাই) বখাটে আবু সালেহ জুয়েলকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।

আরএম/