ছাদ থেকে ছাত্রলীগকর্মীর গলা কাটা লাশ উদ্ধার

পাবনায় নিজ বাড়ির ছাদ থেকে এক ছাত্রলীগকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রলীগ কর্মীর নাম শাহেদ হাসান শুভ (৩০)। সে একই এলাকার আরশেদ আলমের ছেলে।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে পৌরসভার রাধানগর নারায়ণপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, শুভ আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। বর্তমানে ওসব ছেড়ে ব্যবসা করছিলেন। এ কারণে কেউ তাকে খুন করে থাকতে পারে বলে ধারণা করছেন স্বজনরা।

পাবনা সদর থানার ওসি ওবায়দুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা তাকে খুন করেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

আজকের বাজার/ এমএইচ