বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের রানের পাহাড়ে চাপা পড়েছে খুলনা টাইটান্স।
সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবারের আসর থেকে আগেই ছিটকে পড়া খুলনা টাইটান্সকে ৮০ রানে হারিয়েছে কুমিল্লা।
কুমিল্লার দেয়া ২৩৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়াহাব রিয়াজের হ্যাটট্রিকে ৭ বল বাকি থাকতেই ১৫৭ রানে অলআউট হয় খুলনা টাইটান্স।
খুলনার পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন টেলর। এছাড়া জুনায়েদ সিদ্দিক ২৭ ও ব্রাথওয়েট করেন ২২ রান।
ওয়াহাব রিয়াজ ১৯তম ওভারে এসে হ্যাটট্রিক করেন। এবারের আসরে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে রংপুর রাইডার্সের আলিস আল ইসলাম অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন।
রিয়াজ ২.৫ ওভারে ১৪ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া আফ্রিদি ৪ ওভারে ২৭ রানে ৩টি উইকেট পান।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে এভিন লুইসের দুর্দান্ত শতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৩৭ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
লুইস ৪৯ বলে ১০টি বিশাল ছক্কা ও ৫টি চারের সাহায্যে ১০৯* রান করেন। এছাড়া ইমরুল কায়েস ২১ বলে ২টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৩৯ এবং শামসুর রহমান ১৫ বলে ২টি ছক্কা ও ১টি চারের সাহায্যে ২৮* রান করেন।
খুলনার পক্ষে ব্রাথওয়েট ও মাহমুদউল্লাহ রিয়াদ উভয়েই ২টি করে উইকেট লাভ করেন।
আজকের বাজার/এমএইচ