ছিনতাইকারীর কবলে প্রাণ গেল সাত মাসের শিশুর

ছিনতাইকারীর কবলে পড়ে সাত মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছিনতাইকারীরা মায়ের কাছে থাকা ব্যাগ থাবা দিয়ে নেয়ার সময় রিকশা থেকে পড়ে যায় শিশুটি। এতে মৃত্যু হয় তার।

ঘটনাটি ঘটেছে সোমবার সকালে রাজধানীর দয়াগঞ্জ এলাকায়।

নিহত শিশুর নাম আরাফাত। তার বাবার নাম শাহ আলম গাজী ও মায়ের নাম আকলিমা বেগম। তাঁদের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার নরসিংপুর গ্রামে।

জানা যায়, শাহ বড় ছেলে আলামিন অসুস্থ থাকায় তার চিকিৎসার জন্য বাবা-মা আজ সকালে ঢাকায় আসেন। সদরঘাটে লঞ্চ থেকে নামার পর শাহ আলম আলামিনকে নিয়ে শ্যামলীর শিশু হাসপাতালে যান। মা আকলিমা ছোট ছেলে আরাফাতকে নিয়ে রিকশায় করে শনির আখড়ায় বোনের বাসায় যাচ্ছিলেন। পথে দয়াগঞ্জ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনার শিকার শিশুটিকে হাসপাতালে আনার পর তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আজকের বাজার: এলকে/ ১৮ ডিসেম্বর ২০১৭