ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী নিহত

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাবেক এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম মাহিদ আল সালাম। তিনি শাবিপ্রবির অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থীএবং মাভৈঃ আবৃত্তি সংসদের সাবেক সদস্য।

রোববার রাত আনুমানিক ১২টার দিকে কীন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

তার মরদেহ সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত মাহিদ সিলেট নগরির মদীনা মার্কেটের বাসিন্দা। তার বাবা প্রয়াত অ্যাডভোকেট আব্দুস সালাম সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী ছিলেন।

মাহিদের পরিবারের বরাত দিয়ে মাভৈঃ আবৃত্তি সংসদের আহ্বায়ক শুভ রায় তপু বলেন, রোববার রাতে ঢাকা যাওয়ার জন্য বাসা থেকে বের হন তিনি। এরপর কীন ব্রিজ পার হওয়ার সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়।

দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) রিপন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে মাহিদের মৃত্যু হয়েছে।

আরএম/