ছিনতাইয়ের চেষ্টা: মুগদায় রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর মুগদা এলাকায় বিশ্বরোডে শনিবার সকালে ছিনতাইকারীরা ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় রিকশা থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত লিপা সিলেটের বাসিন্দা গোলাম কিবরিয়ার স্ত্রী। তারা বেশ কয়েকদিন আগে ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আহম্মেদ জানান, শনিবার ভোরে স্বামী ও দুই সন্তানসহ কমলাপুর রেল স্টেশনে যাওয়ার সময় ছিনতাইকারীদের একটি চক্র লিপার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সকাল ৬টা ৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান