সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে দুই কর্মচারী অসুস্থ থাকার পরও ‘পর্যাপ্ত ছুটি’ না পেয়ে মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তারা হলেন প্রতিষ্ঠানটির পরিচ্ছন্নতাকর্মী সাবেদ আলী (৫৫) ও গোয়ালা শফি উদ্দিন মোল্লা (৫৬)।
জানা যায়, গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচ্ছন্নতাকর্মী সাবেদ আলী গত ১১ ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি কর্তৃপক্ষের কাছে চার দিন ছুটি চাইলে তাকে দুই দিনের ছুটি দেয়া হয়। ছুটি শেষে সাবেদ কাজে যোগ দেন। পরে তিনি ১৩ ডিসেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাবেদের স্ত্রী মিনারা বেগম অভিযোগ করেন, পর্যাপ্ত ছুটি মঞ্জুর না করে সাবেদকে দিয়ে কাজ করানোর ফলে তার মৃত্যু হয়েছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান মিনারা।
এদিকে গত ১১ ডিসেম্বর নিজ বাড়ি মেহেরপুরে মারা গেছেন একই প্রতিষ্ঠানের শফি উদ্দিন মোল্লা নামে এক গোয়ালা। তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, অসুস্থ হওয়ার পরও ছুটি না পেয়ে অবস্থার অবনতি হয়ে তিনি মারা যান।
এ বিষয়ে সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের বায়ার অফিসার ডা. গৌরাঙ্গা বসাক জানান, আমাদের ভুল হয়েছে। তাদের সঠিক সময়ে ছুটি দিলে হয়তো তারা মারা যেত না।
গো প্রজনন ও দুগ্ধ খামারের উপপরিচালক লুৎফর রহমান বলেন, সব সময় ইচ্ছে করলেই কাউকে ছুটি দেয়া যায় না। তবে মৃতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে।
আজকের বাজার: আরআর/ ১৯ ডিসেম্বর ২০১৭