ছুটি নিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায়

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অসুস্থতাজনিত ছুটি নিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

৪ অক্টোবর বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এই অভিযোগ করেন।

প্রধান বিচারপতির ছুটি নেয়ার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বৈঠক ডেকেছে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন,অসুস্থতার জন্য উনি ছুটি নিতেই পারেন। এ নিয়েতো রাজনীতি করার কিছু নেই। বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

দেশের প্রধান আইন কর্মকর্তা বলেন,সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশেনে একটি দলের লোকজন বেশি। বিএনপি তাদের ওপর ভর করে রাজনীতি করার চেষ্টা করছে।

গত সোমবার প্রধান বিচারপতি অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতির কাছে এক মাসের ছুটি চান। এরপর রাতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাকে দায়িত্ব দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রধান বিচারপতি প্রচণ্ড চাপে ছুটি নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে। এছাড়া বিএনপিপন্থি আইনজীবীরা এ নিয়ে কোর্ট অঙ্গনে মিছিলও করেছেন। মঙ্গলবার বিকাল ৪টায় এ নিয়ে আবারও মিটিং ডেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

আজকের বাজার:এলকে/এলকে ৪ অক্টোবর ২০১৭