গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ-উল ফিতরের ছুটি শেষে রোববার খুলেছে খুলনা বিশ্ববিদ্যালয়। এদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চলবে।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমুহ গত ২০ জুন বুধবার সকাল ১০ টা থেকে খুলে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে।
গত ২৭ মে থেকে ২১ জুন পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি ঘোষণা করা হয়।
রাসেল/