ছুরিকাঘাতে আহত অভিনেতা সাইফ আলি খান

মুম্বাইয়ের বান্দ্রায় বলিউড অভিনেতা সাইফ আলি খান তার নিজ বাড়িতে মধ্যরাতে এক অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। মুম্বাই পুলিশ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

বান্দ্রা এলাকার অভিনেতার বাড়িতে মধ্যরাতের এই ঘটনার পর খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, অজ্ঞাত এক ব্যক্তি খানের বাড়িতে প্রবেশ করে এবং তাদের দু’জনের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। ঘটনার সময় অভিনেতার পরিবারের কিছু সদস্য বাড়িতে উপস্থিত ছিলেন।

পুলিশ কর্মকর্তা জানান, অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতে বলিউড অভিনেতা সাইফ আলি খান আহত হন। তাকে বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, ঘটনার খবর পাওয়ার পর বান্দ্রা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।