হঠাৎ কিছু না বলেই কলকাতা গিয়েছেন অপু। এতটাই জলদি গিয়েছেন যে সন্তান আব্রাম খান জয়কে একাই রেখে গেছেন ঢাকায়। জানা গেছে চিকিৎসা করাতেই ভারতে গিয়েছেন অপু বিশ্বাস। কিন্তু এই ঘটনাকে কোনো ভাবেই মেনে নিতে পারছেন না গত বৃহস্পতিবার দেশে ফেরা শাকিব খান।
শাকিব এ বিষয়ে বলেন, কী এমন হলো যে চিকিৎসা করাতে ভারতে যেতে হলো। আর গেলোই যদি আমার সন্তানকে আমার মা-বাবার কাছে রেখে যেতে পারতো অপু। কিন্তু সে তা করেনি। শাকিবের সন্দেহ নিশ্চয় এর মধ্যে কোনো কারণ লুকিয়ে আছে!
তবে অপু জানালেন শাকিবের ধারনা ভুল। তিনি একটি অনলাইনে জানান, এটা একদমই ভুল কথা। আমি বাসার বাহির থেকে তালা দিয়ে আসিনি। বাসার ভেতর থেকেই তালা দিয়েছে। বাসার ভেতরে শেলি আপুসহ অন্যান্যরা রয়েছেন। আমি নেই বলেই তারা ভেতর থেকে তালা দিয়ে রেখেছেন। এটা দোষের কি!
অপু বলেন, আমি বিপদেই পরেই কলকাতা একাই চলে আসতে হয়েছে। জয়কে নিয়ে আসার পরিস্থিতি ছিল না। কারণ জয়ের শরীরটা খুব ভালো নয়। তাই ওকে নিয়ে আসিনি। কিন্তু জয়কে রাখার লোক ঢাকায় খুঁজে পাইনি। তাই বাসায় আমার বোন শেলির কাছেই রেখে আসছি।
এমন বক্তব্য দিয়ে করা নিউজটি নিজের অফিসিয়াল ফেসবুকে শেয়ারও করেছেন অপু বিশ্বাস।
এদিকে অপু অনলাইনটিকে জানিয়েছেন, আজ শনিবারই তিনি দেশে ফিরছেন। অনলাইনটিকে অপু জানান, গত ১৬ নভেম্বর শেষ রাতে বাথরুমে পা পিছলে পড়ে যান তিনি। এতে সিজারের সময় করা সেলাই ফেটে রক্ত বের হয়। প্রাথমিকভাবে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেন এবং উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে কলকাতায় পৌঁছান তিনি।
আজকের বাজার: সালি / ১৮ নভেম্বর ২০১৭