৭০টির বেশি ছবি এক সাথে করা শাকিব অপু জুটির সব শেষে শুভ মিলন হলেও, বাস্তবে এর চিত্র উল্টো। রিল লাইফের প্রেম রসায়ন রিয়েল লাইফে প্রভাব ফেললেও পরিণতি ছিল বেশ তিক্ত। বিচ্ছেদের মাধ্যমে শেষ হয়েছে শাকিব অপুর সংসার যাত্রা।
এক ছাদের নিচে না থাকলেও সন্তান আব্রাম খান জয়ের সকল ব্যয় শাকিব বহন করবেন বলে জানিয়েছেন। কিন্তু অপু সেই সুযোগ দিতে চাইছেন না তাকে।
ভরণ-পোষণ শাকিবের বাবা থেকে নিবে কিনা, এই প্রসঙ্গে অপু আত্মবিশ্বাসের সাথে বলেন, দিলেও তো আমি এখন আর নেব না। বেশ কিছুদিন ধরে আমি সন্তানের খরচ শাকিবের কাছ থেকে নিই না। নিতেও চাই না। শুধু টাকাপয়সা দিলেই সন্তানের বাবা হওয়া যায় না। আমি কাজ করে, শ্রম দিয়ে টাকা রোজগাড় করে নিজের সন্তানকে বড় করতে চাই।
আইনগতভাবে একটা সময় ভাগাভাগি করে বাবা শাকিব খানের কাছেও জয়কে থাকতে দিতে হবে। কিন্তু অপু এটাও মানতে চাননা। অপু বলেন, না, আমার সন্তানকে আমি তার বাবার কাছে নিরাপদ মনে করি না। কারণ এই সন্তানের কারণেই আমাকে তালাক দেওয়া হয়েছে। এই সন্তান নেওয়ার কারণেই সবকিছু এলোমেলো হয়ে গেল। তাই সন্তানকে আমার মতোই গড়তে চাই। বড় হয়ে সবকিছু জেনে যদি জয় ওর বাবার কাছে যেতে চায়, যাবে। আমি বাধা দেব না।