কিশোর ছেলেকে শ্বাসরোধ করে হত্যার দায়ে বাবা মুসা আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
সোমবার (১৩ আগস্ট) আদালতের বিচারক এবিএম তারিকুল কবির এ রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার লাউথুতি গ্রামের মুসা আলীর ছেলে কিশেরা মনসুর আলীকে তার দাদা ২০ শতক জমি লিখে দেয়।
পরবর্তীতে মুসা ছেলে মনসুর আলীর কাছ থেকে ওই জমি নিজের নামে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ২০১২ সালে ১৮ নভেম্বর ছেলেকে শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ মুসার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।
আজকের বাজার/এমএইচ