মেয়েদের কাছে প্রিয় হতে চায় না এমন পুরুষ খুজেঁ পাওয়া যায় না। এবংকি প্রিয় হতে বিভিন্ন পন্থা অবলম্বন করার পরও তা কাজে দেয়না। মেয়েদের কাছে প্রিয় পাত্র হতে হলে যা করতে হবে তা জেনে নিন।
১. মেয়েদের যদি আপনি স্বাধীনতাই না দেন, তবে, সে আপনাকে পছন্দ করবে কেন?
২. আপনাকে সবদিক থেকে প্রায় পারফেক্ট হতে হবে। আপনি তো পারফেক্ট হবেন না। কিন্তু আপনার মধ্যে যেন সেই চেষ্টাগুলো দেখা যায়।
৩. ভালো শ্রোতা হতেই হবে আপনাকে। মেয়েরা কথা বলতে পছন্দ করে। তাই আপনি যদি তাঁর কথা নাই শোনেন, তাহলে তাঁর আপনাকে ভালো লাগবে কেন?
৪. ভালো বুদ্ধিমত্তা থাকতে হবে। বোকাদের আর কেই বা পছন্দ করে! আপনাকে অবশ্যই বুদ্ধিমান হতে হবে।
৫. আপনার সেন্স অফ হিউমার খুব ভালো থাকতে হবে।
৬. আপনার অ্যাম্বিশন থাকতে হবে জীবনে। আপনার যদি জীবনে নিজেকে কিছু গড়তেই ইচ্ছে না হয়, তাহলে আর একজন মেয়ে আপনাকে ভরসা করবেন কীভাবে!
৭. আপনাকে দেখতে তো ভাল হতেই হবে। আপনি যেমনই হন, নিজেকে অন্তত একটু সাজিয় গুছিয়ে রাখুন, তাহলে মেয়েদের পছন্দের হতে পারবেন।
৮. আপনার মধ্যে যেন অন্যকে বোঝার ক্ষমতা থাকে। মেয়েরা নিজে অবুঝ হবে। কিন্তু সে চাইবে আপনি যেন তাঁকে বোঝেন।
৯. আপনার মধ্যে যেন সে নিরাপত্তার সাহস পায়। আপনি পাশে থাকলে তিনি যেন মনে করেন, তিনি নিরাপদে আছেন।
১০. আর অবশ্যই আপনাকে প্যাশনেট হতে হবে। তবেই না মেয়েরা আপনাকে পছন্দ করবে।
আজকের বাজার/আরজেড