ছেলের কাছে হারলেন ‘বাবা’ মাশরাফি

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে ১০দিনের সাধারন ছুটি দিয়েছে বাংলাদেশ সরকার। তাই দেশের মানুষ নিজ নিজ ঘরে অবস্থান করছেন। ঘরে পরিবারের সাথে কাটছে তাদের সময়। ঘরে বসে কে-কি করছেন সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যার যার অ্যাকাউন্ট থেকে দিচ্ছেন সকলে। ঘরে থেকে কি করছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলকে দেখালেন। গতকাল রাতে ছেলে সায়েল মর্তুজাকে নিয়ে ক্যারম খেলছেন ‘বাবা’ মাশরাফি। ছেলের সঙ্গে ক্যারাম খেলার দৃশ্য ভিডিও করেছে মাশরাফির পরিবারের কেউ। পরে নিজের ভেরিফাইড পেইজে সেই ভিডিও আপলোডও করেছেন মাশরাফি। ৪ মিনিট ০৮ সেকেন্ড ক্যারাম খেলার ভিডিওতে দেখা যায়, শুরুতেই স্ট্রাইক নেন সায়েল। সায়েল ছিলেন সাদা ঘুঁটি, মাশরাফি ছিলেন কালো ঘুঁটি। খেলায় প্রথম ঘুঁটিও সায়েল ফেলে দেন। এতে অবাক হয়ে মুখ হা করে ছেলের দিকে তাকিয়ে থাকেন ম্যাশ।

পরে তেতে উঠেন মাশরাফি। এরপর আটটি ঘুঁটি ফেলেন মাশরাফি। ফলে সহজ জয়ের পথ তৈরি করে ফেলেন ম্যাশ। কারন তখন রেডসহ তার মাত্র একটি ঘুঁটি ছিলো। আর সায়েলের ছিলো আটটি ঘুঁটি। রেড কভার দিতে পারলেই জিতে যেতেন মাশরাফি। কিন্তু তিনি তা পারেননি। পরবর্তীতে রেড কভার দিয়ে দেন সায়েল। এতে মাশরাফির থাকে ১টি ঘুঁটি। আর সায়েলের ছিলো ৬টি। ছেলের নিশ্চিত হার দেখে, ইচ্ছাকৃত উলট-পালট খেলতে শুরু করেন মাশরাফি। সেটি বুঝেননি সায়েল। নিজের মত করে দুর্দান্ত কিছু ঘুঁটি ফেলে বাবাকে অবাক করছিলেন সায়েল। এক পর্যায়ে ছেলের দুরন্তপনা দেখে মাথায় হাতও দেন মাশরাফি। এক পর্যায়ে শেষ ঘুঁটি ফেলে জয় তুলে নেন সায়েল। ৬ পয়েন্ট নিয়ে বোর্ড জিতে সায়েল। ‘বাবারা কখনো ছেলের হার দেখতে চান না’-এমন কমেন্টে ভরে উঠে সেই ভিডিও। তবে ভয়াল পরিস্থিতিতে বাসায় থেকে কিভাবে পরিবারের সাথে আনন্দময় সময় পার করা যায়, সেটিও শেখালেন মাশরাফি। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান