ছেলের নাম নিয়ে বিড়ম্বনায় মুশফিক

বাংলাদেশের টেস্ট নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর মঙ্গলবারই প্রথমবারের মতো সাংবাদিকদের সামনে এলেন মুশফিকুর রহীম। বেশ হাসিখুশি মুডেই। আর খুশি থাকবেনই না কেন? আগের দিনই যে প্রথমবারের মতো বাবা হওয়ার স্বাদ পেয়েছেন। তাই আনন্দঘন এ মুহূর্তে আর টেস্ট নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি তুলে গুরুগম্ভীর করেনি কেউ। খুশি মনেই দেশবাসীর কাছে দোয়া চাইলেন এ ক্রিকেটার। পাশাপাশি জানিয়ে গেলেন ছেলের নাম ঠিক করা নিয়ে বেশ দ্বিধায় আছেন মিস্টার ডিপেন্ডেবল।

সোমবার সকালে মুশফিক ও জান্নাতুল কিফায়াত মন্ডি জুটির কোল জুড়ে আসে এক ফুটফুটে ছেলে সন্তান। মঙ্গলবার তাই বিসিবিতে আসলেন মিষ্টি হাতে নিয়েই। নিজের অনুভূতির কথাও জানালেন, ‘আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে। বাবা হওয়ার অনুভূতিটা আসলে কথা বলে বোঝানো যাবে না। সবাই দোয়া করবেন সে যেন সুস্থ থাকে এবং আমার সহধর্মিনী সেও যেন সুস্থ থাকে। সে যাতে মানুষের মতো মানুষ হয়, আমি দেশবাসীর কাছে সেই দোয়া চাই।’

তবে ছেলের নাম নিয়ে বেশ দ্বিধার মধ্যেই পড়েছেন মুশফিক। কাছের আত্মীয়স্বজনদের কাছ থেকে পাচ্ছেন বিভিন্ন নাম। তবে বিষয়টি এক অর্থে তার জন্য মধুর সমস্যাও। তবে চলতি সপ্তাহের মধ্যেই আকিকা দিয়ে নামটি চূড়ান্ত করবেন বলে জানান মুশফিক, ‘ছেলের নাম নিয়ে একটু দ্বিধায় আছি। সাত দিনের মধ্যে আকিকা হবে। তখন নাম রাখা হবে। আর আপনাদের জন্য মিষ্টি আছে। দয়া করে খেয়ে যাবেন।’

ঘরে নবজাত সন্তান কিন্তু তারপরও ফুরসৎ পাচ্ছেন না মুশফিক। মঙ্গলবারই নেমে পড়তে হয়েছে অনুশীলনে। কারণ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট। ঢাকা টেস্টে জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় দলটি। তাই সন্তানের মায়া ছেড়ে ব্যাট বলের অনুশীলনে নেমে পড়েছেন টাইগাররাও।

আজকের বাজার: সালি / ০৬ ফেব্রুয়ারি ২০১৮