ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ছেলের সাথে অভিমান করে তার মা শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।খবর ইউএনবি।
মঙ্গলবার ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারুল (৩৫) নামে ওই নারী মারা যান।
নিহত পারুল ভোলার বোহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দালালপুর গ্রামের মৃত ইকবাল পাটোয়ারীর স্ত্রী।
নিহতের ভাই ফরহাদ হোসেন জানান, পারুলের ছোট ছেলে রবিন কয়েক দিন ধরে মাদরাসায় যাচ্ছিল না। মঙ্গলবার সকালে মাদরাসার শিক্ষক তার জন্য বাড়ি পর্যন্ত আসেন। কিন্তু ছেলেকে অনেক চেষ্টা করেও মাদরাসায় পাঠানো যায়নি।
তাই ছেলের সাথে অভিমান করে দুপুরে ঘরে পাশের বাগানে শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন পারুল। পরে তাকে উদ্ধার করে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশালে রেফার্ড (স্থানান্তর) করার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে সেখানে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আজকের বাজার/লুৎফর রহমান