ঈদের একদিন পরই শুরু হয় চট্টগ্রাম টেস্ট। পরিবারকে খুব একটা সময় দিতে পারেননি বাংলাদেশ দলের খেলোয়াড়রা। তবে যেটুকু সময় পেয়েছেন বেশ আনন্দ-ফুর্তিতেই কেটেছে তাদের। সেদিক থেকে ব্যতিক্রম নন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ঈদের ছুটিতে বেশিরভাগ সময়ই ছিলেন ছেলে আরহামের আশেপাশে। রাজপুত্রকে নিয়ে খুনসুটি থেকে শুরু করে খেলেছেন ক্রিকেটও।
আরহামের মা আয়েশা সিদ্দিকা নিজের ইনস্টাগ্রামে বাবা-ছেলের ক্রিকেট খেলার ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা যায়, আরহাম বোলিং করছে আর বাংলাদেশ দলের তারকা ওপেনার তামিম ব্যাটিংয়ে। দর্শক সমাগমও ছিল চোখে পড়ার মতো। চারদিক থেকে করতালির মাধ্যমে জুনিয়র তামিমকে বাহবা জানাচ্ছেন দর্শকরা।
কথায় আছে, বাপকা-বেটা। বাবা যেমন ড্যাশিং ওপেনার ছেলেও কম কিসে। দুষ্টামি, নিত্য নতুন লুক আর ফ্যাশনে ছোট্ট বয়সেই বেশ পাকা তামিমের রাজপুত্র আরহাম ইকবাল খান। প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরের শিরোনামে ওঠে আসে তার নাম।
ক’দিন আগে বাবা-মায়ের সঙ্গে আরহামের ঈদ সেলফি ভাইরালও হয়েছিল বেশ। ওইদিন বোধহয় বাবা-মাকে ঈদের সেলফি তুলতে অনেক জ্বালাতনই করেন আরহাম খান। আরহামের মা আয়েশা সিদ্দিকা ইনস্টাগ্রামে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সেই সেলফি প্রকাশ করেন। যার ক্যাপশনে তিনি লিখেছিলেন ‘বাধ্য হয়ে ঈদ সেলফি।’
আজকের বাজার:এলকে/এলকে/ ৬ সেপ্টেম্বর ২০১৭