ছোটবেলা থেকেই আমি জিৎ দার ভক্ত: মিম

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম যখন ছোট ছিলেন, তখন থেকে তিনি কলকাতার নায়ক জিতের ছবি দেখতেন। ওই সময় জিতের ভক্ত বনে যান বাংলাদেশের জনপ্রিয় এই নায়িকা।

চলচ্চিত্রে কয়েক বছর কাজের পরে ‘সুলতান’ ছবিতে সেই জিতের সঙ্গেই কাজের সুযোগ পেয়ে মিম হাতছাড়া করেননি। জিতের নায়িকা হয়ে সুলতান ছবিতে অভিনয় করেছেন তিনি।

‘সুলতান’ ছবিতে কাজের সুযোগ এলে সেজন্য লুফে নেন মিম। ‘আমার প্রাণের প্রিয়া’ ছবির এই নায়িকা বলেন, জিৎ দার সাথে কাজের অভিজ্ঞতা জমজমাট।

তিনি বলেন, সুলতান আগামী ঈদে মুক্তির কথা কথা রয়েছে। ঈদের সময় দর্শকরা এন্টারটেইনিং ছবি দেখতে চায়। রোমান্স, ইমোশন, অ্যাকশন, কমেডি একেবারে পুরোপুরি বাণিজ্যিক ছবি সুলতান। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছবি সুলতান।

মিম বলেন, সুলতান ছবিতে আমি একজন উকিলের চরিত্রে অভিনয় করেছি। যে আদালতে কেস নিয়ে কখনো জয়ী হতে পারেনা। একজন ব্যর্থ উকিল। খুব মজা লেগেছে চরিত্রটি। আমার দর্শকদের কাছে একেবারে নতুন চরিত্র এটি।

আজকের বাজার/আরআইএস