ছয়টি আসনে বিএনপি প্রার্থীশূন্য

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ছয়টি আসনে বিএনপি প্রার্থীশূন্য হয়ে পড়েছে। যাচাই-বাছাইয়ের পর এসব আসনে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আসনগুলো হলো বগুড়া-৭, ঢাকা-১, মানিকগঞ্জ-২ ও রংপুর-৫, জামালপুর-৪ এবং শরীয়তপুর-১।

বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশাপাশি গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ মিল্টন ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন। কিন্তু এই দুই প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

ঢাকা-১ আসনে ধানের শীষের প্রার্থী উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক ও ফাহিমা হোসেন জুবলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মানিকগঞ্জ-২ আসনেও দলটির প্রার্থী মইনুল ইসলাম শান্ত ও আবিদুর রহমান রোমানের প্রার্থিতা বাতিল করা হয়।

এদিকে রংপুর-৫ আসনে বিএনপির প্রার্থী ডা. মমতাজ হোসেন ও শাহ সোলায়মান আলম ফকির উভয়ের মনোনয়নপত্র বাতিল হয়েছে। জামালপুর-৪ আসনে দলটির একমাত্র প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীমেরও মনোনয়নপত্র বাতিল হয়।

তাছাড়া শরীয়তপুর-১ আসেন বিএনপির একমাত্র প্রার্থী সর্দার একেএম নাসির উদ্দিন কালুরও মনোনয়নপত্র বাতিল হয়েছে।

আজকের বাজার/এমএইচ