মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য রাষ্ট্র প্রদত্ত সকল সুযোগ-সুবিধা বহালসহ ৬ দফা দাবিতে শাহবাগে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে ‘সম্মিলিত মুক্তিযোদ্ধা প্রজন্ম’ নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার, ৩ মে সকাল থেকে শাহবাগে এ গণ-অবস্থান শুরু করে তারা।
তাদের উত্থাপন করা দাবিগুলো হলো- মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন রাখার স্বার্থে সাংবিধানিক স্বীকৃতিসহ মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে' মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য রাষ্ট্র প্রদত্ত সকল সুযোগ-সুবিধা বহাল রাখতে হবে, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে এবং কোটাবিরোধী আন্দোলনের নামে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসায় সাংবাদিকদের উপর হামলা করেছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
তাদের দাবির মধ্যে আরও রয়েছে, জামায়াত-শিবির ও স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার সরকারি চাকরি থেকে বহিষ্কার ও তাদের বিচারের আওতায় আনতে হবে এবং মুক্তিযোদ্ধা না হয়েও যারা অবৈধভাবে মুক্তিযোদ্ধার সুযোগ-সুবিধা ভোগ করছেন তাদের চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে, মুক্তিযোদ্ধাদের জন্য রাষ্ট্র পদত্ত সুযোগ-সুবিধা নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের তালিকা আলাদাভাবে প্রকাশ করতে হবে।
আন্দোলনকারী বলছে, তাদের দাবি মানা না হলে পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।
আরজেড/