মাইক্রো ব্লগিং সাইট টুইটারে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে থাকা সকল অ্যাকাউন্ট মুছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। বিবিসি বলছে এত বড় পরিসরে এত অ্যাকাউন্ট মুছে দেবার ঘটনা টুইটারে এটিই প্রথম।
আর অ্যাকাউন্ট মুছে দেবার কারণ হিসাবে টুইটারের নতুন নিরাপত্তা নীতিমালায় নিষ্ক্রিয় গ্রাহকদের সম্মতি জ্ঞাপন না করাকেই দায়ী করেছে টুইটার কতৃপক্ষ।
আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত যেসব একাউন্ট ছয় মাসের বেশী সময় ধরে নিষ্ক্রিয় হয়ে আছে সেসব একাউন্টই মুছে ফেলা হবে। মৃত ব্যাক্তিদের টুইটার একাউন্টও মুছে ফেলা হবে যদি তাদের আত্মীয় স্বজন বেধে দেওয়া এ সময়ের মধ্যে পুনরায় লগইন না করেন।
নিষ্ক্রিয় একাউন্ট মুছে ফেলার তালিকায় সবার প্রথম ধাপে রয়েছে যুক্তরাষ্ট্রের নিষ্ক্রিয় টুইটার গ্রাহকরা। নিশ্চিত করে বলা সম্ভব না হলেও টুইটারের নিষ্ক্রিয় একাউন্টের সংখ্যা লক্ষাধিক। ভবিষ্যতে সক্রিয় ব্যাবহারকারীদের সেবার মান আরো বাড়াতে টুইটারে এমন কার্যক্রম চলবে বলে জানিয়েছেন টুইটারের এক মুখপাত্র।
আজকের বজার/লুৎফর রহমান