সিলেটের জকিগঞ্জের মাছুমবাজার গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজ গেইটের সামনে থেকে প্রায় এক কোটি টাকার ইয়াবাসহ শামীম আহম্মদ (৩২) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে র্যাব-৯ সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান এসব তথ্য জানান।
আটককৃত শামীম জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আব্দুল করিমের ছেলে।
র্যাব জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জের মাছুমবাজার গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজ গেইটের সামনে থেকে নগর আড়াই লাখ টাকা ও ১৮ হাজার ৩৬৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মো. শামীম আহম্মদকে আটক করে র্যাবের একটি দল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার গোটাটিকর গ্রামের মছদর আলীর ছেলে পারবান হোসেন (৩২), জকিগঞ্জ উপজেলার উত্তর মাদারখাল গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে শাহাব উদ্দিন (৪৫)।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৯১ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। আটক শামীমকে উদ্ধারকৃত ইয়াবাসহ জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আজকের বাজার/একেএ