জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহত ওই শিক্ষার্থীর নাম সাইফুল (২৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।
মঙ্গলবার (৮ মে) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে।
আহত সাইফুলের পিঠের ডান অংশে ছুরির আঘাত রয়েছে। তিনি সিনিয়র দলের বলে জানা গেছে।
সহপাঠী মনোজিৎ বলেন, ঘটনা কি নিয়ে তা জানি না। তবে শুনেছি সিনিয়র-জুনিয়র নিয়ে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। কিন্তু সাইফুল এসবের মধ্য ছিল না। বেলা দেড়টার দিকে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহত শিক্ষার্থীকে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।
আজকের বাজার/একেএ